
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
শুক্রবার (০৯ মে) সকালে র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ০৮ মে সন্ধ্যায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর উপজেলার ১০নং শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামের মওলানা মোঃ আল-আমিন এর পুকুরের দক্ষিন পাশে অবস্থিত মাছের খাবারের টিনের ঘরে ভিতর হতে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত পাচারকারীরা হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামের মোঃ আঃ সালামের ছেলে মোঃ নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে মোঃ ফরিদ প্রামানিক (৩৫), ও একই উপজেলার আড়ং শাইল গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ বুলবুল আহাম্মেদ (৪০)।
র্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিগণ মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।