শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য নবায়ন ফরম পুরণ অনুষ্ঠিত 
যমুনা সেতু সিকিউরিটি ম্যানেজার মাহফুজ রহমান এর খামখেয়ালিপনা ও মানসিক অত্যাচারে সিকিউরিটি শ্রমিক অসুস্থ
সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ প্রতিনিধি আহত
সিরাজগঞ্জে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেফতার 
সিরাজগঞ্জে মুসলিম কিশোরীকে ব্লাকমেইল করে হিন্দুধর্মে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে পুলিশে সোপর্দ
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আহ্বায়ক কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত
ইসলামিয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ এর যোগদান,সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা
রায়গঞ্জে উদ্ভাবিত নতুন জাতের প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধান বিনা-২৫ চাষ করে সফলতা পেয়েছে কৃষক 
সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিল ছাত্রশিবির
বাংলাদেশে অনুপ্রবেশকালে হরিপুর সীমান্তে বিজিবির হাতে আটক ১০

সিরাজগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য নবায়ন ফরম পুরণ অনুষ্ঠিত 

মোঃ  হোসেন আলী (ছোট্ট):  সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর ১৫ নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পুরণ অনুষ্ঠিত হয়েছে। 

 আজ শুক্রবার  ( ৯ মে ২০২৫ খ্রিঃ) বিকেলে পৌর শহরের মিরপুর উচ্চ  বিদ্যালয়ে মাঠে শহর বিএনপি সিরাজগঞ্জের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ১৫ নং ওয়ার্ডের  আয়োজনে সদস্য নবায়ন ফরম পুরণ অনুষ্ঠিত হয়।  

এ ফরম পুরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সামাদ। 

 বিএনপি পৌর ১৫ নং ওয়ার্ডের সদস্য নবায়ন ফরম পুরণ কার্যক্রমের শুভ  উদ্বোধন করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  মুন্সী জাহেদ আলম।  

পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য নবায়ন ফরম পুরণ বিতরণ অনুষ্ঠানে ২০ টাকা মূল্যে এ ফরম গ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।  শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম বলেন, জাতীয় পরিচয়পত্রের আদলে বিএনপির দলীয় পরিচয়পত্র তৈরি করা হবে। এজন্য নাম, পিতা-মাতার নাম, ওয়ার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এনআইডির নম্বর, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা, পেশাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। ২০  টাকার বিনিময়ে এই ফরম পূরণ করা হচ্ছে।  এ ক্ষেত্রে নারীদেরও সুযোগ থাকবে। বর্ধিতসভায় দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বিগত দিনে যে সকল আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে যারা জড়িত ছিলেন, তাদেরকে এই দলে আর নেওয়ার কোন সুযোগ নেই এমনকি যারা ৫ মিনিটের জন্য আওয়ামী লীগ করেছেন তাদেরকে জাতীয়তাবাদী দল বিএনপিতে নেওয়ার কোন সুযোগ নেই। যারা এ ফরম পুরণ করে জমাদান করবেন এই ফরম ভালো ভাবে যাচাই-বাছাই করে দেখা হবে তারা অন্য কোন দলের সাথে যুক্ত আছেন কিনা। মেনে চলা হবে সঠিক নিয়ম কানুন, প্রত্যেক ওয়ার্ডে সর্বনিম্ন ১৫০ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। বেশি হলে আরও ভালো। তবে নির্ধারিত নিয়মের কম সদস্য হলে ওই ওয়ার্ডে কমিটি গঠন করা হবে না। 

 এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও  শহর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, শহর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, ১৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মঞ্জুর আলম লাবন, সাধারণ সম্পাদক গোলবার হোসেন, সাবেক আহবায়ক মোঃ নাসির হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,  সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল,  

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, সাংগঠনিক সম্পাদক  জোসনা মন্ডল, পৌর মহিলা দলের সাফিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম পলি, সদর থানা বিএনপি সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিঠুন, শহর কৃষক দলের সভাপতি মোঃ  রেজাউল করিম, ১৩ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোঃ রহুল আমীন,সাধারণ মোঃ রাশেদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, 

 সাবেক শহর বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল,  জেলা ছাত্র দলের সহ-সভাপতি মুন্সি নিবিড় প্রমুখ। 

উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য নবায়ন ফরম পুরণ সর্বমোট ১৫০ টি

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১