ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের সাধারণ মানুষ, পথচারী, ভ্যান, অটোরিক্সা চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। রাশেদুল হাসান রঞ্জনের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১১ মে) দুপুর ১.০০ টা হতে শহরের ইবি রোড নবদ্বীপুল এলাকায় রাশেদুল হাসান রঞ্জনের সাধারণ মানুষ, পথচারী, ভ্যান, অটোরিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
আয়েজক রাশেদুল হাসান রঞ্জন জানান, কয়েক দিনের তীব্র গরমের কারণে পথচারী, দিনমজুর, ভ্যানচালক সহ সাধারণ মানুষ অতিষ্ঠ। চিকিৎসকরা সাধারণত তীব্র গরমে বেশি বেশি পানি পান করতে পরামর্শ দিয়ে থাকেন। পথে চলাচলের সময় প্রায়শই পানির সংকট চোখে পড়ে। সে কারণে সামর্থ্য অনুযায়ী গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার এ আয়োজন। পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী মানুষেরা বলেন, এই প্রচন্ড গরমে আমাদের কথা চিন্তা করে রাশেদুল হাসান রঞ্জন যে উপহার দিয়েছে তা পেয়ে তারা অত্যন্ত খুশি। কমর্সূচিতে আদনান হাবিব, মাসুম, রুবেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।