
নওগাঁ জেলা প্রতিনিধি: এস এ উজ্জলঃ
নওগাঁর মহাদেবপুর বোরো ধান চাষে লাভজনক ও পানি সাশ্রয়ী এ ডব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পত্নীতলা উপজেলার নকুচা উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক মো: মোছাদ্দেক রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, ডাসকোর প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার, মাঠ কর্মকর্তা আইয়ুব আলী, কৃষক রাশেদুল ইসলাম প্রমুখ।
জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে সেচের পানি ব্যবহারের দক্ষতা, ফসলের উৎপাদনশীলতা,গ্রীণ হাউজ গ্যাসের উৎপাদন কমানো এবং পতিত জমির বব্যহার বৃদ্ধি করা, কৃষি উদ্যোক্তা বৃদ্ধিকরনের মাধ্যমে নারী ও যুবকের ক্ষমতায়ন করা, ভেলু চেইন শক্তিশালীকরণ এবং রপ্তানী প্রসারে স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বোরো ধান চাষে লাভজনক পানি সাশ্রয়ী এ ডব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এইচএসবিসি ব্যাংকের আর্থিক সহায়তায় ও সাফ বাংলাদেশ এর ক্লাইমেট রেসিলিয়েন্ট এগ্রিকালচারাল এডভান্সমেন্ট ইন বারিন্দ (ক্যাব) প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে ডাসকো ফাউন্ডেশন।
মাঠ দিবসে এ প্রকল্পের ফলাফলে দেখা যায় পানি সাশ্রয়ী এডব্লিউডি ব্যবহারের ফলে এই বোরো মৌসুমে ধানের জমিতে ৩-৫ টি সেচ কম লেগেছে আবার বিঘায় প্রতি ১.৫-২ মণ ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে।