
পেয়ার আলী,ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাথী আকতার (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
১২মে (সোমবর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুস সালাম রতন উপজেলার পাড়িয়া ইউনিয়নের বঙ্গভিটা গ্রামের আবু হকের ছেলে। গৃহবধূ সাথী আকতার উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলবাড়ী গ্রামের হাকিমুল হকের মেয়ে। নিহতের বাবা হাকিমুল হক জানান — ‘দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আমার মেয়েকে বিয়ে করে আব্দুস সালাম রতন। বিয়ের পর থেকেই নির্যাতন করতো সালাম | স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকবার পালিয়ে আসেন সাথী |পরে আবার বুঝিয়ে নিয়ে যেতেন তার স্বামী |
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক রতন কুমার জানান—গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে |