নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
''পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও ১নং রতনকান্দি ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) সকালে পৃথক দুটি পরিষদ চত্বর এলাকায় পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়নের প্রশাসক ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।
জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী পৃথক দুটি পরিষদে দুই শতাধিক পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে উন্নত জাতের ১কেজি পাট বীজ, ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।
সুবিধাভোগী আফজাল, রহিম, কাওছার, মুসলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, “এই ধরনের সহায়তা আমাদের জন্য অত্যন্ত উপকারি। এতে চাষে আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ হ্রাস পায়।” এ ধরনের উদ্যোগ এখন সময়োপযোগী ও কৃষকবান্ধব নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের পরিকল্পনার সফল বাস্তবায়নে পাট উন্নয়ন দপ্তর এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।
এ সময় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সুমী ঘোষ, রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জুবায়ের হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর হাবিবুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা হামিদুল, হুমায়ুর কবির, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।