বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী সফল করার লক্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ৩ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়াইগ্রাম চান্দাই ইউনিয়নে যুবকদের মাঝে জামায়াত নেতার ফুটবল বিতরণ
সাম্য হত্যার ঘটনায় সিরাজগঞ্জ সরকা‌রি ক‌লেজ ছাত্রদলের একদিনের শোক পালন
সিরাজগঞ্জে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন,হাফেজ মাও. আব্দুর রাজ্জাক আহ্বায়ক ও হাফেজ মাও. নূরনবী হোসাইনী সদস্য সচিব
সিরাজগঞ্জে অনুর্ধ্ব-১৬ বালক ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ এ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা 

সিরাজগঞ্জে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ  হোসেন আলী (ছোট্ট)” শিক্ষার জন্য এসো-সেবার জন্য বেরিয়ে যাও’ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত  মওলানা ভাসানী  ডিগ্রী কলেজ গভনিং বডির নব- মনোনিত সভাপতি ওসদস্যগণের পরিচিতি এইচএসসি পরীক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিদায়ী সংবর্ধনা ও  ফুলেল শুভেচ্ছা ও  টিশার্ট বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৫ মে,২০২৫)  সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মওলানা ভাসানী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অত্র কলেজের আয়োজনে গভনিং বডির মনোনিত সভাপতি ও সদস্যগণের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সভাপতিত্ব করেন অত্র কলেজে’র, গভর্নিং বডির সম্মানিত  সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি  আলহাজ্ব মোঃ  মকবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মওলানা ভাসানী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক এম এ লতিফ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মওলানা ভাসানী কলেজের ( (ভারপ্রাপ্ত)  অধ্যক্ষ  আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন, অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কেক কাটেন  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রথমে স্মরণ করছি এই কলেজের প্রতিষ্ঠাতা বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নেতা, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে সমধিক পরিচিত লাভ করেছিলেন, আজকে এই কলেজের গভনিং বডির নব- মনোনিত সভাপতি ওসদস্যগণের পরিচিতি ও আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষা বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলতে চাই
এই  কলেজটি  শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি তোমাদের দ্বিতীয় পরিবার। এখানেই তোমরা  পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা পেয়েছো। তোমাদের  প্রিয় শিক্ষকগণ শুধু পাঠ্যপুস্তক পড়িয়েই দায়িত্ব শেষ করেননি, বরং  তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তোমাদের সহপাঠীদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত-হাসি-আনন্দ, খেলাধুলা, পরীক্ষার প্রস্তুতি-সবকিছুই  তোমাদের  হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার তোমাদের প্রতি অনুরোধ তোমরা তোমাদের বাবা ও মা দের কথা শুনবে।  পড়ালেখা মনোনিবেশ দিবে তাহলে ভালো রেজাল্ট করবে। ইনশাআল্লাহ এবং  শিক্ষকদের প্রতি আমি বিনয়ীভাবে  অনুরোধ রইলো আপনারা শ্রেণিকক্ষে পাঠদান করুন।  শুধু চাকরি করেন বলেই নয় আপনাদের নৈতিক একটি দায়িত্ব রয়েছে ছাত্র-ছাত্রীদেরকে ভালোভাবে মানুষ করা। একদিন এই ছাত্ররাই রাষ্ট্রের দায়িত্ব নিবে। শুধু সার্টিফিকেটে জিপিএ ৫ পেলে চলবে না, মানুষ হিসেবে জিপিএ ৫ পেত হবে। এজন্য আগামীর উন্নত বাংলাদেশ গঠনে যোগ্য মানবিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি কলেজে’র, গভর্নিং বডির সম্মানিত  সভাপতিও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি  আলহাজ্ব মোঃ  মকবুল হোসেন চৌধুরী বলেন, সুশৃঙ্খল এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের পদস্পর্শে একদিন মুখরিত হয়ে উঠেছিল। যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই প্রতিষ্ঠানের আঙিনায়, আজ সেই পথই আবার তোমাদের ডাক দিয়েছে- ‘হাঁকিছে ভবিষ্যৎ, হও আগুয়ান’। আজ তোমাদের শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত হতে চলেছে অন্যদিকে নতুন একটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে তোমাদের বিদায় দিতে হচ্ছে। বিদায় মানে যেনো বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ ভরাক্রান্ত করে, দু’চোখ হয় অশ্রুসজল । এই বিদায় কেবল ক্ষণিকের, আজীবনের জন্য নয় । হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজের অমিত সম্ভাবনা মেলে ধরার, নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়েনিজের জীবন গড়ার পদক্ষেপ। এই বিদায় নেওয়াটাও যোগ্যতার । দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে, পড়াশোনা করে তোমরা একেকটা ধাপ পার হয়ে আজ বিদায়ের ক্ষণে উপস্থিত হয়েছো, আরো সামনের দিকে এগিয়ে যাবার জন্য।পরিশেষে ভালো ফলাফল ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি  জেনারেল মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক মোঃ  আদুস সামাদ আজাদ খোকন, মওলানা ভাসানী কলেজের  হিতৈষী সদস্য রাজু আহমেদ, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,  অভিভাবক সদস্য মোঃ  খাদেমুল ইসলাম,  মওলানা ভাসানী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকমল হোসেন, প্রমুখ এছাড়াও  ২০২৪-২০২৫ এইচএসসি বিদায়ী,পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,  স্বর্ণা, এসময়ে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীগণ, সুধীজন,   শিক্ষার্থীগণ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১