
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের ২০২৫খ্রিঃ এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের আয়োজনে,
বৃহস্পতিবার (১৫ মে) সকালে অত্র কলেজে উক্ত অনুষ্ঠানে, কলেজের এইচ.এস.সি বিদায়ী সকল পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র,কলম স্কেল দেওয়া হয়। এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষীর্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান জানানো হয়।
প্রতিবছরের মতো এবছরেও ” গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজে”র মোট ৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা যায়। বিদায় ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম পাঙ্গাসী ডিগ্রি কলেজের গভনিং বডির প্রতিষ্ঠাতা সদস্য- মোঃ শাহ আহমেদ গাউছেল রেজা দাতা সদস্য – মোছাঃ খাদিজা মোমেন, বিদ্যােৎসাহী নাজমিন আরা, শাহিনুর ইসলাম ভূঁইয়া, হিতৈষী সদস্য – মোঃ ওমর ফারুক, অভিভাবক সদস্য – মোঃ আব্দুস শুকুর মাহমুদ, মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি – এস.এম. আব্দুল লতিফ, তানজিলা আক্তার, মোঃ মাহাবুব আলম।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক আবুল কাশেম ফেরদৌসী, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শরিফুল ইসলাম মানিক প্রমুখ ।
অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে অত্র ডিগ্রি কলেজের সকল, সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, সুধীজন, কলেজের সকল শিক্ষার্থীরা বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন পরিচালনা করেন, সিনিয়র প্রভাষক মোঃ ফরিদুল হক। সকল বিদায়ী শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।