
মোঃ জুবায়ের হোসাইন বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।গর্ভধারিনী মায়ের হাতে নির্মম খুনের শিকার হল তিন মাসের নবজাতক শিশু। রবিবার (১৮ মে) সকালে গ্রামের এক প্রাষন্ড মায়ের হাতে প্রাণ গেল মাত্র তিন মাস বয়সী এক নবজাতকের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা নিজেই শিশুটিকে পানি ভর্তি পুকুরে পায়ে ইট বেঁধে ফেলে দেন, যাতে করে শিশুটির মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এসে শিশুর মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।