নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের গোন্তা আলীয়া মাদ্রাসায় এডহক কমিটির সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেনকে দাওয়াত না দেওয়ায় বিএনপি ও আওয়ামীলীগের কিছু লোকজন নিয়ে অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এতে কেউ গুরুত্বর আহত না হলেও জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইসাহাক আলী বলেন, ইউনিয়নের একজন সাবেক সভাপতির নির্দেশে এ ধরনের কাজ করা হবে আমরা আশা করিনি। দাওয়াত না দেওয়ায় এমন ভাবে আওয়ামী লীগের লোকজন নিয়ে অনুষ্ঠানে হামলা করবে তা জানা ছিল না ৷ নিয়ম অনুসারে যেভাবে কমিটির অনুমতি হয় সে ভাবেই হয়েছে। আর অন্য কেউ তো হয়নি আমাদের উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাড়াশ ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক আব্দুর রহিম হয়েছে।
আর এটা তো পূর্ণাঙ্গ কমিটি না। আওয়ামী লীগের লোকজন নিয়ে এভাবে হামলা করা একটা প্রতিষ্ঠানে উপর এতে সাধারন মানুষ কি বলবে?
গ্রামবাসী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, খাসপাড়া গ্রামের মহুরী ফারুক জন্তিপুর গ্রামের নবিয়ালসহ সাথে থাকা আরো কয়েকজন দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে জড়িত থাকতো আর ৫ তারিখের পর তারা নতুন বিএনপি হয়েছে। তাদের সাথে রেখে রিতিমত চেয়ারম্যান হওয়ার আশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোন্তা আলীয়া মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই কমিটি হওয়ার পর রোববার সকালে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে প্রতিপক্ষ সোহরাব হোসেন ও তাঁর দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার বিষয় অস্বীকার করে তালম ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি সোহরাব হোসেন বলেন থানা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে না জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান গোপনে চলাকালে উৎসুক স্থানীয়রা আমাকে নিয়ে যায়। পরে দাওয়াত না দেওয়া ও গোপনে সংবর্ধনা বিষয়ে জানতে চাইলে কথা কাটাকাটি হয়। আমরা এবিষয়ে ইউএনও মহোদয়কে দ্রুতই অবগত করবো।