
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান তন্বী।
এসব পলিথিনের মালিক আসাদুল ইসলাম। তিনি রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের ফজল হকের ছেলে।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকে ভরা ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।(সুত্র-জাগো নিউজ)