
মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে এক খামারিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ৩ টি গরু নিয়ে গেছে ডাকাতেরা। চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের ঘোরজান ইউনিয়নের মুরাদপুরের কাউলিয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ মে) গভীর রাতে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা মিয়া (৬৫)। সে পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, চাষাবাদ ও গবাদি পশু পালনের উদ্দেশ্যে নাতি খলিলকে নিয়ে তারা মিয়া মুরাদপুরে কাউলিয়া চরে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। গতকাল গভীর রাতে একটি ডাকাত দল হানা দিয়ে প্রথমে খলিলকে মারধর করে বস্তায় আটকে রাখে। পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে খামার থেকে আনুমানিক চার লাখ টাকা মূল্যের তিনটি গরু লুট করে নৌকায় চরে নিয়ে যায়।
এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরাঞ্চলটি অত্যন্ত নির্জন হওয়ায় ডাকাতদের শনাক্ত করা কঠিন। লাশ উদ্ধার করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।