নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি এস এ উজ্জ্বলঃ
মহাদেবপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন যুব সমাজকে মাদকাসক্ত এবং ফোন আসক্তি থেকে দূরে রাখবার লক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আজ ২৬ মে সোমবার বিকেলে মহাদেবপুর ডাকবাংলা মাঠে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং মহাদেবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উল্লেখিত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অন্যদের মধ্যে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ,
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ , মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো সাপাহার উপজেলা একাদশ এবং আত্রাই উপজেলা একাদশ। এতে সাপাহার উপজেলা একাদশ আত্রাই উপজেলা একাদশকে ১ শূন্য গোলে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি সাপাহার একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত ১ মাত্র গোলদাতা খেলোয়াড় সাগরকে এবং আত্রাই উপজেলার ১৭ নাম্বার জার্সি পরিহিত ভালো খেলা দেখানোর কারণে মাঠেই পুরস্কৃত করেন।
টুর্নামেন্ট পরিচালনা করেন সিরাজুল ইসলাম তাকে সহযোগিতা করেন আমিনুল ইসলাম ও বেলাল হোসেন। ধরাভাষ্যে ছিলেন মনিরুজ্জামান মনির, এমদাদুল হক ও শ্রাবণ আহমেদ মজনু।
উল্লেখ্য যে নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মোট তিনটি ভেনু নির্ধারণ করেছেন এর মধ্যে মহাদেবপুর ডাকবাংলা মাঠ উল্লেখযোগ্য এবং আজ দ্বিতীয় দিনে এখানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।