
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবু ইসলাম (৩০) নামের এক যুবক সরকারি সড়কে লাগানো ১৭টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। তবে ওই যুবকের দাবি, তিনি তাঁর সীমানার গাছ কেটেছেন। সোমবার ( ২৬ মে ২০২৫খ্রিঃ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামারা-প্রতাব সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছে কেটে নিয়ে বাজারে বিক্রি করা হয়।
বাবু ইসলাম উপজেলার আলিয়ারপুর গ্রামের রহমত আলীর ছেলে। এ বিষয়ে স্থানীয় ব্যক্তিদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বাঙ্গালা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৭টি গাছ কাটার অভিযোগ মিলেছে।’
এলাকাবাসী জানায়, আজ সকালে উপজেলার কুচিয়ামারা-প্রতাব সড়কের পাশে ইউক্যালিপটাসসহ ১৭টি গাছ কেটে নেন বাবু ইসলাম। এ বিষয়ে স্থানীয় ব্যক্তিরা নিষেধ করলে পেশিশক্তির ভয় দেখিয়ে তিনি গাছগুলো কেটে পাশের প্রতাববাজারে কাঠের ব্যবসায়ীর বিক্রি করেন। সরকারের কোনো অনুমতি ছাড়াই বাবু ইসলাম সড়কের এসব গাছ কেটে বিক্রি করেছেন। এসব গাছের আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এর আগেও এই সড়ক থেকে বেশ কিছু গাছ কেটে বিক্রি করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে অভিযুক্ত বাবু ইসলাম বলেন, ‘আমার সীমানার গাছ আমি কেটেছি। তাতে কার কী বলার আছে। এ বিষয়ে আমি কোনো আইন মানি না।(সুত্র-প্রথম আলো)