
নিজস্ব প্রতিবেদকঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ রায় ঘোষণার কিছুক্ষণ পরে নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘মহান আল্লাহর পক্ষ থেকে এই রায় হক্বের ঝলক এবং মহান আল্লাহর বিশেষ নিয়ামত। উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়।’
মঙ্গলবার নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জামায়াত আমির।
নেতাকর্মীদের অনুরোধ করে ডা. শফিকুর রহমান বলেন,‘মহান আল্লাহর শানে আসুন মাথানত করি। তার পবিত্রতা ঘোষণা করি, তার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তায়ালার তাকবীর ধ্বনি উচ্চারণ করি।সব সহকর্মীবৃন্দের প্রতি এটিই একমাত্র অনুরোধ।’
এর আগে এটিএম আজহারের রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘সত্যর বিজয় হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। এসময় তিনি সত্যের বিজয় হয়েছে তিনবার উচ্চারন করেন।
মঙ্গলবার আদালত প্রাঙ্গণে জামায়াত নেতার এটিএম আজহারকে বেকসুর খালাস রায় দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।