
নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের কালিয়াহরিপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৪০লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭মে) মধ্যে রাতে সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চুনিয়াহাটি গ্রামের পশ্চিমপাড়া মধ্যেপাড়া মসজিদ কমিটি মৎস্যচাষীদের পুকুরে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭মে) ভোরে স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস পুকরে পাশ দিয়ে হাঁটাহাটি করার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্যচাষীদের খবর দেন।
মৎসচাষীরা বলেন, পুকুর দখলকে কেন্দ্র করে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের এ ক্ষতি করেছে। এতে পুকুরে থাকা ১৮ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০থেকে ৪০লাখ টাকা। আরও বলেন, ৮-১০বিঘা জমিতে পুকুরে চাষ করা পাঙাশ, ব্রিগেড, সিলভার কার্প, জাপানি, বিদেশী পুটি, রুই-কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
মৎস্য চাষি আব্দুল আলিম, বেলায়েত হোসেন, আবুল কালাম, শফিকুল ইসলাম, মামুনরা জানান, বিষ প্রয়োগের ফলে এতে ১৮-২০ মণ মাছ মারা গেছে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মাছ চাষ করেছি। তারা আমাদের রাস্তায় নামিয়ে দিল। যারা পুকুরে বিষ দিয়েছে আমরা তাদের বিচার চাই।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।