বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ২৩ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা কলেজের অধ্যক্ষ পদের চেয়ার দখলে চলছে টানাটানি
স্বৈরাচার হাসিনা সরকারের “জুলুম নির্যাতনের একটি পীড়াদায়ক স্মৃতির কথা”
মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা
বেলকুচিতে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু!
তাড়াশে হাট-বাজার উন্নয়নে স্থবিরতা,দুর্ভোগে জনসাধারণ
সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একমত: অধ্যাপক আলী রীয়াজ
২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই ও বোনদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে- মুহাম্মাদ জাহিদুল ইসলাম 
ঢাকা উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা প্রদান
আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

ঢাকা উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা প্রদান

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও একক সংঘের সভাপতি নির্বাচিত হওয়ায় ঢাকা উত্তরাস্হ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (০১ জুলাই ২০২৫ইং) উত্তরার স্কাই ভিউ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলম।

সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন, উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম আলীম এবং মোঃ কামরুজ্জামান সবুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য কামরুল হাসান হিলটন,বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড (মিল্কভিটা)-এর পরিচালক ও রাজনীতিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান মনির,একক সংঘের সাধারণ সম্পাদক মোঃ ইউসুব হোসেন তালুকদার,মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান মিয়া।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের গুণীজন, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উত্তরায় বসবাসকারী সিরাজগঞ্জবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইদুর রহমান বাচ্চু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উত্তরায় বসবাসরত সিরাজগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, আমরা সিরাজগঞ্জবাসী যে যেখানেই আছি যে অবস্থায় থাকিনা কেনো আমাদের মনে রাখতে হবে আমরা সবাই সিরাজগঞ্জবাসী সিরাজগঞ্জের উন্নয়নে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং কাজ করতে হবে।

সিরাজগঞ্জ হচ্ছে সম্ভাবনাময় জেলা এই জেলায় সামনে অনেক বেকার সমস্যার সমাধান হবে। সেজন্য সিরাজগঞ্জের ব্যবসায়ী,শিল্পপতিদের সিরাজগঞ্জ শিল্পপার্ক,ইকোনমিক জোনসহ বিভিন্ন জাগায় বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের পাশে আমাদের দাড়াতে হবে। গরীব দুঃখী অসহায় ছাত্র/ছাত্রীদের পড়াশোনার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

অনুষ্ঠান শেষে সাইদুর রহমান বাচ্চু’র জন্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১