বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় মহিলা কলেজের অধ্যক্ষ পদের চেয়ার দখলে চলছে টানাটানি
স্বৈরাচার হাসিনা সরকারের “জুলুম নির্যাতনের একটি পীড়াদায়ক স্মৃতির কথা”
মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা
বেলকুচিতে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু!
তাড়াশে হাট-বাজার উন্নয়নে স্থবিরতা,দুর্ভোগে জনসাধারণ
সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একমত: অধ্যাপক আলী রীয়াজ
২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই ও বোনদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে- মুহাম্মাদ জাহিদুল ইসলাম 
ঢাকা উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সংবর্ধনা প্রদান
আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ করেছে ইসি

২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই ও বোনদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে- মুহাম্মাদ জাহিদুল ইসলাম 

মোঃ হোসেন আলী (ছোট্র):

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ  (সদর ও কামারখন্দ ২) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মনোনীত এমপি পদপ্রার্থী  মুহাম্মাদ জাহিদুল ইসলাম জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন,জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদেরকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।। তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে। আমাদের  সকলকে মনে রাখতে হবে আমরা যারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে 

আবু সাঈদ, ওয়াসীম আকরাম, মীর মুগ্ধ, নাফিজ, ফারহান ফায়েজসহ গণহত্যার শিকার হাজারো শহীদ এবং অসংখ্য আহত ছাত্র-জনতাকে দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মঙ্গলবার ( ১লা জুলাই ২০২৫) বাদ আসর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এস এস রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানের প্রেরণার বাতিঘর শহীদ,  আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই ও বোনদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখা।সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। 

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহ- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা সহ ও অন্যন্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১