আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
ঢাকা'য় উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর উদ্যোগে নবনির্বাচিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট ও একক সংঘ ক্লাব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান এবং জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তরাস্থ সিরাজগঞ্জবাসী'র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।গত ১ জুলাই -২০২৫ খ্রিঃ রাতে রাজধানীর উত্তরার একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলম সাহেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঢাকা উত্তরাস্থ সিরাজগঞ্জ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম আলীম এবং মোঃ কামরুজ্জামান সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য কামরুল হাসান হিল্টন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড (মিল্কভিটা)-এর পরিচালক ও রাজনীতিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান মনির, একক সংঘ ক্লাব" সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক মোঃ ইউসুব হোসেন তালুকদার, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জের বহু গুণীজন, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উত্তরায় বসবাসকারী সিরাজগঞ্জবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাইদুর রহমান বাচ্চু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উত্তরাস্থ সিরাজগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উত্তরায় বসবাসরত সিরাজগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে বাচ্চু ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন উদযাপন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে সিরাজগঞ্জ একক সংঘ ক্লাব এর আয়োজনে একক সংঘ ক্লাবের প্রেসিডেন্ট জনতার মেয়র খ্যাত -মোঃ সাইদুর রহমান বাচ্চু এর জন্মদিন উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশে কেক কর্তন ও দোয়া করার মাধ্যমে জন্মদিন পালন করা হয়।