রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
জামায়াত নেতৃবৃন্দ জীবন দিয়েছেন,দেশ ছেড়ে পালাননি — প্রফেসর ড. আব্দুস সামাদ
রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
ঐতিহ্যবাহী খেলাধুলা প্রচারে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে এমওইউ সই
কামারখন্দের কুটির চরে এসিআই ফুড ফ্যাক্টরির ডোবা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
বেলকুচিতে মরহুম আঃ গফুর প্রামানিকের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!
সিরাজগঞ্জের জানপুরে কিশোর ও নবীন ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা) আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান জেলা বিএনপির উপদেষ্টা  ইঞ্জিনিয়ার কামাল হোসেন
সিরাজগঞ্জে ২৪ এর গণআন্দোলনে শহীদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে : আলী রীয়াজ

জামায়াত নেতৃবৃন্দ জীবন দিয়েছেন,দেশ ছেড়ে পালাননি — প্রফেসর ড. আব্দুস সামাদ

সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ বলেছেন, “জামায়াত নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, কিন্তু কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি।”

আজ ৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় নিমগাছি বাজার চত্বরে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. সামাদ বলেন, “দীর্ঘ ১৫ বছরের অপশাসনের পর স্বৈরাচারী সরকারের প্রধান ছাত্রজনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। শুধু তিনিই নন, বরং তৃণমূলের কর্মীদেরও পালাতে হয়। এটি একটি সরকারের জন্য লজ্জার, এটি একটি দেশের জন্য দুর্ভাগ্যের।”

তিনি আরও বলেন, “যে জুলাই মাসে আমাদের কলিজার টুকরা সন্তানেরা জীবন দিয়েছিল বৈষম্যহীন সমাজের জন্য—একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই এই বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব। জামায়াতে ইসলামী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল ধর্ম, বর্ণের মানুষ সমান অধিকার পাবে। তাই জামায়াতে ইসলামী শত জুলুম-নির্যাতন উপেক্ষা করে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি স. ম. আসমত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সুমন আহমেদ, ইউনিয়ন সহ-সভাপতি এরশাদ আলী ও মাওলানা সাখাওয়াত হোসেন, ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সুজন মাহমুদ শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১