
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’ সম্পদকীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
‘দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস.কে রুহুল আমিন সুমন, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো: রিপন, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: লাল্টু, দৈনিক প্রভাষণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাবিবুল্লাহ, দৈনিক জবাবদিহি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো: মনজুরুল ইসলাম, দৈনিক কুষ্টিয়া বার্তার স্টাফ রিপোর্টার সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শুভনুধ্যায়ী। উপস্থিত সবাই পত্রিকাটিরউত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
এ সময় উপস্থিত সবাই উত্তরোত্তর পত্রিকাটির সমৃদ্ধি কামনা করেছেন।