
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে অভিনব কায়দায় ট্রেনযোগে ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য বহনকালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় থেকে মোঃ কামরুজ্জামান, অধিনায়ক, র্যাব-১২, দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে । এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোছাঃ সায়মা খাতুন (২৩) কালুপুর (ঠাকুর পালসা) গ্রামের মোঃ শফিকুল ইসলাম মেয়ে ও মোছাঃ শারমীন খাতুন (৩৩) লাহুরপুর (মড়লপাড়া) গ্রামের মোঃ সাদেকুল ইসলাম মেয়ে উভয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাসিন্দা ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।