
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ :
জয় বাংলা শ্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান কে কারাগারে পেরন করেছে আদালত।
সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন আদালতে হাজিরা শেষে সি ডাব্লু মূলে জেলা কারাগারে প্রেরণ।
উল্লেখ্য গতকাল রোববার রাজধানীর ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা শ্লোগান দিয়ে গণপিটুনির শিকার হন তিনি।
৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি।