রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

সাংবাদিকতা ও সাংবাদিকদের কর্পোরেট প্রভাবমুক্ত হতে হবে : মাহমুদুর রহমান

ঢাকা : দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিপ্লবোত্তর বাংলাদেশে সাংবাদিকতা ও সাংবাদিকদের কর্পোরেট প্রভাবমুক্ত হতে হবে। তিনি বলেন, সাংবাদিকদেরকে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে।

এ ব্যাপারে সম্পাদকদের সজাগ দৃষ্টি রাখার কথাও বলেন তিনি।

আজ শুক্রবার নগরীর সিটি মার্কেট এলাকায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত ‘বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদ মাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আযয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে সত্য প্রচার না করতে সাংবাদিকদের ওপর যে চাপ ছিল, তা থেকে মুক্ত হয়ে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি। সত্য প্রচারে আমাদের নির্ভীক হতে হবে

আরপিইউজে সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী,পরিচালক শাকিল ওয়াহেদ এবং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।

মাহমুদুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে সব গণমাধ্যমই ‘গণজাগরণ মঞ্চ’ প্রচার করত। স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদী সরকার তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে নানাভাবে হত্যার চেষ্টা করেছে, আমাকে নির্যাতন করেছে। এতে মামলা হয়। এখন সময় এসেছে। আমাদের স্বাধীন সাংবাদিকতার দিকে ঝুঁকতে হবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ শাসনামলে স্কাইপ কেলেঙ্কারির অভিযোগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের জনক তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/৫৮ ধারায় এক নম্বর আসামি করে আমার বিরুদ্ধে মামলা করেছিল। সাইবার নিরাপত্তা আইন তথ্য প্রযুক্তি আইনের সন্তান। আপনারা সাংবাদিকরা এখন এই আইন নিয়ে কোনো কথা বলেন না।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের স্মৃতি স্মরণ করে রহমান বলেন, আবু সাঈদের রক্তের বিনিময়ে জাতির এ নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। এই নতুন স্বাধীনতাকে কাজে লাগিয়ে আমাদের সাংবাদিকতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে হবে।”

স্থানীয় সিনিয়র সাংবাদিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের মধ্যে লিয়াকত আলী বাদল, মাহবুব রহমান হাবু, খন্দকার মোস্তফা সরওয়ার আনু, মোজাফফর হোসেন, মাহবুবুল ইসলাম, চঞ্চল মাহমুদ, রেজাউল করিম মানিক, হুমায়ুন কবির মানিক এবং মমিনুল ইসলাম রিপনসহ বক্তব্য রাখেন।

মাহমুদুর রহমান জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০