
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ তাড়াশ ও রায়গঞ্জের পৃথক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রোববার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার পূর্বক আদালতে হাজির করা হলে, তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পেরণ করার নির্দেশ দেন আদালত।
আসামীরা হলেন, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. সবুর মন্ডল ও তাড়াশ পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগে’র সাধারণ সম্পাদক মো. ইসমাইল।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন বলেন, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় ছাত্র- ছাত্র জনতার উপর হামলায় ঘটনায় মো. সাইফুল ইসলামের দায়ের করা একটি মামলায় তাকে গতকাল শনিবার গভীর রাতে গ্রেফতার করে আজ বোববার বিকালে আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক মামলায় চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. সবুর মন্ডলকে গতকাল রাতে গ্রেফতার করে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।