
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পাড় এলাকায় অবস্থিত মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল উৎসব মুখর পরিবেশে প্রকাশ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ে মাঠে ফলাফল প্রকাশকালে সকল কোমলমতি শিশু শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকদের অনেকে উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের পূর্বে স্বাগত বক্তব্যে রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন এবং ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরেন।
সকল শ্রেণির মেধাবী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের হাতে ফলাফল সিট প্রদান করা হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। এসময়ে মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া খানম, কানিজ ফাতেমা , আফরোজা শিরিন জান্নাতুল ফেরদৌস, সতৃষ্ণ কুমার, লাবণী আক্তার, খাদিজা খাতুন, আকলিমা খাতুন, তাসমিন আরা আশরোফিন সুলতানা সহ সকল শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।