
মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে মাদলা স্কুল মাঠে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলামের সঞ্চালনায় ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা খামারবাড়ি, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক, কৃষিবিদ মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, উপ-প্রকল্প পরিচালক, কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়া অঞ্চল মনিটরিং অফিসার মো. আখেরুল রহমান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎ প্রমূখ।
অনুষ্ঠানে শত শত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।