
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জেলা পর্যায়ে দিনব্যাপী ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) রোজিনা আক্তার।
এ ইমাম সম্মেলনে স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউণ্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মাওলানা মোঃ মহিউদ্দিন খান।
আলোচক ছিলেন, জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মাওলানা হযরত মোঃ আনোয়ার হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন, ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ।