
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দে পার্টনার প্রোগ্রামের আওতায় উপকরণ বিতরণ ও ফিল্ড টেকনোলজি ওরিনেটশন অনুষ্ঠিত হয়েছে।
কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
বুধবার (১৫ জানুয়ারি) কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের দক্ষিণ রায়দৌলতপুর ও বাঁশবাড়িয়া গ্রামে পার্টনার প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত সরিষার প্রযুক্তি প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিনেটশন অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত ফিল্ড টেকনোলজি ওরিনেটশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।
এসময়ে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন।
আরও উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার তাসলিম হাসান, এসএপিপিও আমিনুল ইসলাম মল্লিক, এসএএও বিপ্লব হোসেন ও মোছাঃ জিনিয়া হক এবং প্রায় শতাধিক কৃষক-কৃষাণী।
বক্তারা সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে সরিষা চাষাবাদের উপর গুরুত্ব আলোচনা করেন। এছাড়াও উপ-পরিচালক পার্টনার ফিল্ড স্কুল মনিটরিং করেন এবং সরিষার মাঠে মধু উৎপাদন অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপ-পরিচালক সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে পার্টনার প্রোগ্রামের আওতায় বোরো ধানের ০৫ টি প্রদর্শনী বাস্তবায়নের জন্য প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে সার, বালাইনাশক, বীজ সংরক্ষণ পাত্র, AWD পাইপ প্রভৃতি উপকরণ বিতরণ করা হয়।