
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
এনডিপির উদ্যোগে জেলা হিউম্যান রাইটস এন্ড ফেক্ট ফাইন্ডিংস বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্যায়ে সুনাম ধন্য বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র বাস্তবায়নে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের পক্ষ থেকে
রবিবার(১৯জানুয়ারি-২০২৫খ্রিঃ)সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরএলাকার এনডিপি মাসুমপুর শাখা অফিসের সভা কক্ষে সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জে ডিসট্রিক হিউম্যান রাইটস এন্ড ফেক্ট ফাইন্ডিং স্কিলস ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণের শূভ উদ্বোধন করেন,এনডিপির উপ-পরিচালক (এমএন্ডই) এবং এই প্রজেক্টের ফোকাল পার্সন কাজী মাসুদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং মানবাধিকার কর্মী শিপন চন্দ্র নাগ।
এসময় এনডিপির উপপরিচালক এমএন্ডই ও উক্ত প্রজেক্টের ফোকাল পারসন বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ টিপু সুলতান ও হিউম্যান রাইটস মনিটরিং অফিসার মোছাঃ তানিয়া খাতুন। উক্ত প্রশিক্ষণে সিরাজগঞ্জের ২০ জন হিউম্যান রাইটস ডিফেন্ডারস অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস এবং কেপিইউএস এর নির্বাহী পরিচালক মোঃ আসরাফুল আলম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কাজিপুর, প্রভাষক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস মোছাঃ শাহিদা খাতুন, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান মুন্না, দৈনিক ভোরের আলো প্রতিনিধি সাংবাদিক এসএম আল আমিন সহ অন্যান্যরা। প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের প্রশিক্ষণ ফেক্ট ফাইন্ডিংস রিপোর্ট তৈরিতে অনেক সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।