
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে গুণেরগাতী, রানীগ্রাম এলাকার বিশেষ বরাদ্দ বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের দরিদ্র বিমোচনে জন্য ৮ জন প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে গাভী বকনাবাছুর বিতরণ করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা এর অর্থায়নে এবং মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জের আয়োজনে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের গুণেরগাঁতী গ্রামে অবস্থিত বিজয় মহিলা উন্নয়ন সংস্থার অফিস প্রাঙ্গণ থেকে উক্ত বাছুর গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা। এসময়ে মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরীন ফেরদৌসি (সুমি) বকনা বাছুর গরু বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্ব ছিলেন এসময়ে তিনি তার বক্তব্য বলেন, আপনারা এই বকনা বাছুর গরু আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে খুব যত্ন সহকারে লালন-পালন করবেন বড় করবেন, চিকিৎসা সেবা দিবেন, তাদের ঘাস সহ অন্যান্য গো-খাদ্য খাওয়াবেন এভাবে বকনা বাছুর গরু গাভী হবে তাদের বাছুর হবে দুধ দিবে এতে আপনার পরিবার লাভবান হবে উন্নতি হবে ইনশাআল্লাহ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজয় মহিলা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জের সভানেত্রী পলি খাতুন, সমতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল বাতেন, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মঞ্জুরুল আলম, কর্মকর্তা নূর-এ- রাব্বি, আস্থা মাশরুম চাষী সমবায় সমিতি লিমিটেড সিরাজগঞ্জের মেহেদী হাসান সহ অন্যান্যরা। সুবিধা ভোগীরা বিনামূল্যে বকনা বাছুর গরু পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।