রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে সারাদেশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকাঃ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ক্রীড়াঙ্গনে কোকোর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ  করে বলেন, তিনি বেঁচে থাকলে দেশের ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গন আজ অনেক বেশী কার্যকর থাকতো। স্কুল কলেজের শিক্ষার্থী ও যুব সমাজ খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক সুস্থতার চর্র্চায় নিয়োজিত থাকতো। নতুন করে খেলোয়াড় গড়ে উঠতো এবং আর্ন্তজাতিকভাবে দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনতে পারতো।  

ফরিদপুর সংবাদদাতা জানান, আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে  ফরিদপুর শহরের কাঠপট্টিতে বিএনপি দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের সভাপতি সুমন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের  সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ওয়ান ইলেভেনের সময় তৎকালীন সরকার  তার উপর নির্মম  অত্যাচার করে তাকে পঙ্গু করে দিয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা সরকার তার উপর নির্যাতনের স্ট্রিমরুলার চালান। বলা চলে একরকম বিনা চিকিৎসায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। বক্তারা আরাফাত রহমান কোকোর জীবন থেকে শিক্ষা নেবার জন্য এবং আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মোঃ শামস উদ্দিন। 

সিলেট সংবাদদাতা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমআ হযরত শাহজালাল (রা:) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট মহানগর বিএনপি।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন, ডা. আশরাফ আলী, মুফতি নেহাল।

বক্তারা বলেন, ‘শেখ হাসিনা ষড়যন্ত্র করে জিয়া পরিবারকে ধ্বংস করার প্রয়াসে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে তা নজিরবিহীন। একটি পরিবার শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দেশের মানুষের জন্য প্রাণপণ লড়াই করেছে, যা সমগ্র বিশ্ব অবলোকন করেছে। তিনি আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন।

শেরপুর সংবাদদাতা জানান, আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর জেলা শাখা।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি সুলতান আহমেদ ময়নার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আশিষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক জাওয়াদ হোসেন ও রহুল আমীন। 

এছাড়াও কুষ্টিয়া, নোয়াখালী, কক্সবাজার, কুমিল্লা, যশোর, রংপুর, পটুয়াখালী, বরিশালে কোকোর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বলে সংবাদদাতারা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০