
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে “তারুণ্য উৎসব-২০২৫” খ্রিঃ যুবসমাবেশ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ তারুণ্য উৎসব মেলায় বেশ কয়েকটি পিঠা স্টল ও অন্য স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠান মঞ্চে আলোচনা সভা ও শিশু- কিশোর, তরুণদের কন্ঠ মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।
জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে,
শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে মুক্তির সোপানে, “তারুণ্য উৎসব” যুবসমাবেশ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ। উক্ত তারুণ্য উৎসব অনুষ্ঠান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষক শিক্ষার্থী ও আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।