
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় কাজিপুর আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ জয়ী হয়ে সেমিফাইনালে উন্নতি হয়।
আজ রবিবার(২৬ জানুয়ারি) সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ এর জেলা পর্যায় আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ ১-০ গোলে সলংগা ডিগ্রি কলেজকে পরাজিত করে সেমিফাইনালে উন্নতি হয়েছে। বিজয়ী দলের একমাত্র গোলটি করেন ৯নং জার্সিধারী খেলোয়াড় শাকিল।
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল আকাশে শান্তির প্রতীক পায়রা এবং রং বেরঙের বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি গনপতি রায়, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন রেজা, সলংগা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম,জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট,কাজিপুর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু,ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ, মোঃ আলামিন সেখ, হামিদুল হক খোকন প্রমুখ।
খেলা পরিচালনা করেন রেফারি রেজাউল করিম খোকন, সহকারী রেফারি আবু হানিফ ও মোখলেছুর রহমান এবং চতুর্থ রেফারি ছিলেন হাফিজুল ইসলামধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় কোনাবাড়ী শহীদ বুলবুল ডিগ্রি কলেজ মাঠে অনুপস্থিত থাকায় বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উন্নতি হয়।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫, প্রধান উপদেষ্টা অফিসের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক বাস্তবায়নে আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুুর্নামেন্টে জেলার ৮টি কলেজ অংশগ্রহণ করছে।