
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে, উক্ত মাসিক সভার শুরুতে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে জেলা এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সমন্বয়ক সভা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিনিয়র সহকারী কমিশনার ও জেলা ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা রোমানা রিয়াজ, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদ পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক এবং মানব মুক্তি সংস্থা’র নির্বাহী পরিচালক মো. হাবিবুল্লাহ বাহার,পরিষদের কোষাধ্যক্ষ এবং মডার্ণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাসুদ আহমেদ রোকনী, পরিষদের সহকারী সাধারণ সম্পাদক এবং কেপিইউএস এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলম, পরিষদের নির্বাহী সদস্য এবং বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মো.আবুল হোসেন, জেলা ব্র্যাকের সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন, সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন । এছাড়াও পরিষদের সভাপতি এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খানের প্রতিনিধি হিসাবে আতিকুর রহমান স্বাধীন সহসহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ ।