
মোঃ হোসেন আলী (ছোট্ট) ” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল “এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের অন্যতম সুনামখ্যাত বিদ্যাপীঠ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করার পর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন , কপোত মুক্তি এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।
বিভিন্ন ক্রীড়া ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন।
হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,বুধবার ( ২৯ জানুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.বরমান হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল অফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের সু- শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া কর্মকান্ড করতে হবে । সু – নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমি জেনেছি যে এই স্কুলের শিক্ষার্থীরা পড়াশুনা করে সুনাম অর্জন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে। শিক্ষক-শিক্ষিকাগণদের সার্বিক সহযোগিতায় সুনাম অর্জন করছে শিক্ষার্থীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। জেলা শিক্ষা অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফসার আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জাকিরুল ইসলাম রাসেল খান, মোঃ রাশেদ কবির, মোঃ তরিকুল আলম,( টিটু) মোঃ আসাদ আলী, সাগর কুমার সরকার, মোঃ জাহিদুল ইসলাম,
সহকারী প্রধান শিক্ষক মোছাঃ শামীম আরা,সহকারী শিক্ষক মোছাঃ তানজিলা খাতুন, সাগর কুমার সরকার, রিপন হোসেন,মোঃ আব্দুল আজিম, ক্রীড়া শিক্ষক শামীম আরা বেগম ( লাজ), মোঃ জাহিদুল ইসলাম, শরর্মিলা পারভিন, ওবায়দুল হক, শরিফ হোসেন, রঞ্জু আহমেদ, শাহআলম, ইকবাল হাসান, জুবায়ের হোসেন, তারমীন জাহান, রুশনী সরকার, ফারহানা ইয়াসমিন,অফিস সহকারী মোঃ নাজমুল হক, প্রমুখ। বিভিন্ন পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন, রজনী, নিধি, ফারিহা, লিচি, সাইফা, উমামা, সেফা, কায়মা। এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,অভিভাবক,সাংবাদিক, সুধীজন,গুণীজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।