
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের বিদ্যাপীঠ খাগা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার পর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড্ডয়ন , কপোত মুক্ত, শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়। বিভিন্ন ক্রীড়া ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। খাগা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন রোকন, বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. রেজাউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, প্রীতিলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ। এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খাগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজন এলাকার গন্যমান্যদের অনেকে উপস্থিত ছিলেন।