
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতীতে অবস্থিত ঐতিহ্যেবাহী বিদ্যাপীঠ সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করার পর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে শপথবাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়।
সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে
রবিবার( ২ ফেব্রুয়ারী) সকাল হতে দিনব্যাপী উক্ত বিদ্যালয় মাঠ বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান তালুকদার।
এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭ টি ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন, অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি ও চন্ডিদাসগাঁতী বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুস ছালাম সরকার টুপা, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ মোজাম্মেল হক সরকার, শিয়ালকোল ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান, শিয়ালকোল ইউনিয়ন জামাতের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোছাঃ রাশেদা খাতুন।
এসময়ে সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল মমিন, ওয়াকার হাসান বাবু, সদর উপজেলা বিএনপি যুগ্ম- আহবায়ক জুবায়েট আলম রিপন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম, সাজু, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে হিতৈষী মোঃ আব্দুল মান্নান, মোঃ ইমরান হোসেন, মোঃ কামরুল হাসান, সুফিয়া রাজ্জাক, মাওলানা মোঃ আবু সাঈদ সরকার, সিনিয়র শিক্ষক মোঃ আবদুস ছালাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মজিদ, মোঃ কবিরুল ইসলাম শাহীন, মোঃ জাহিদুল ইসলাম আকন্দ, ক্রীড়া শিক্ষক মোছাঃ মুসলিমা খানম, সহকারী শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ সেলিম রানা, মোঃ সাজেদুল ইসলাম, দ্বীপক কুমার সূএধর, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, রুবেল, মোছাঃ রাশেদা খাতুন, মেছাঃ শামীমা খাতুন, মোছাঃ আয়শা সিদ্দিকা, ভদ্রঘাট শামছুন মহসিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইয়ামিন হোসেন, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, সুধীজন, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।