
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে সেলিম রেজা (৪৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী।
আজ সোমবার (৩ জানুয়ারি ২০২৫) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজার এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার দাদপুর বালশা বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রত্না পরিবহনের যাত্রীবাহী বাস হরিণচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কর উপরে উল্টে যায়। এসময় সেলিম রেজা বাসের নিচে চাপা পড়ে মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এসময় তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। এবিষয়ে মামলা দায়ের করা হয় ।