রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

সিরাজগঞ্জে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ হোসেন আলী (ছোট্ট) “এসো দেশ বদলাই ,  পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে তারুণ্য উৎসব ২০২৫; উদযাপন উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ( ০৪ ফেব্রুয়ারী)  সকাল ১১ টায় পৌর শহরের অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনও জেলা তথ্য অফিস সিরাজগঞ্জ, এবং গণযোগাযোগ অধিদপ্তর,  তথ্যও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম,
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আলী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্য উৎসব উদযাপনের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণেরাই আগামীর দিক নির্দেশক। এজন্য তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে তুলতে হবে। তারুণ্যের উৎসব, ২০২৫ তরুণদের মধ্যে জাতীয় ঐক্য স্থাপন, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশ, সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রচার, পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরো বলেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের এদেশের পরিবর্তন এনেদিয়েছে।  জীবন্ত সাক্ষী এবং অংশগ্রহণেে তারা ছিলেন আমাদের পথে আজকে দুই ধরণের সুযোগ এসেছে তারুণ্যদের কাছে। এক হচ্ছে দেশ সংস্কার করে এগিয়ে নেওয়া যাওয়া।  তাদেরকে যোগ্য নাগরিক করে গড়ে তোলা।  ছাত্রদের মূল কাজ হচ্ছে শিক্ষা অর্জন করে নিজেকে ভবিষ্যৎতে নাগরিক করে গোড়ে তোলা।  অনুষ্ঠানে সভাপতি  অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় বলেন,  তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে হবে। তরুণরা যেভাবে আমাদের দেখিয়ে দিয়েছে এই আন্দোলনের উদ্দেশ্য লালন করতে হবে। তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো।বিবর্তনের ধারায় তারুণ্যের অবদান, ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, তথ্যপ্রযুক্তি, চতুর্থ শিল্পবিপ্লব।
একটি মানুষের মন এটি সবসময় কিন্তু পরিবর্তন ঘটতে পারে। যে কোন বয়সে হতে পারে আজকে যে প্রতিপাদ্য বিষয় এসো দেশ বদলাই ,  পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের চলতে হবে।
রাজনীতি সচেতন হওয়া ভালো কিন্তু সার্বক্ষনিক রাজনীতি নয়। কোন অন্যায় কোন জুলুম যাতে না হয় সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণের তরুণদেরকে একসাথে কাজ করতে হবে। সমৃদ্ধ দেশ গঠনে সামাজিক আন্দোলনের উপর জোর দিতে হবে। তরুণদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড আপস) মোঃ জিয়াউর রহমান, সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন জুলি আক্তার,

এসময়ে আরো বক্তব্য রাখেন, জেলা পরিসংখ্যান অফিস সিরাজগঞ্জের ( ভারপ্রাপ্ত) উপ-পরিচালক  মাহমুদা খাতুন, যুব উন্নয়ন সিরাজগঞ্জের উপ-পরিচালক মো শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র  সমন্বয়ক প্রতিনিধি, টি এম মুশফিক সাদ, মুনতাসীর হাসান মেহেদী, সজিব সরকার,  ইয়াছিন আরাফাত ইশান, সাদিয়া আহম্মেদ সিনহা মেহেদী হাসান সাবিত, আসির ইস্তেসার অয়ন, মোহাইমেন তামিম, সহ- বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্কাউট ও ছাত্র প্রতিনিধিরা ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০