রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

সিরাজগঞ্জে খাল খনন ও পরিস্কার -পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে নিয়ে সিরাজগঞ্জে পুকুর ও খাল পরিস্কার -পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও উন্মুক্ত আলোচনা করা হয়। 

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে মুক্তির সোপানে উক্ত সুধী সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক  মাওলানা মোঃ শাহীনুর আলম, সেক্রেটারি  মোঃ

জাহিদুল ইসলাম , ছাত্র প্রতিনিধি আসির ইন্তেছার অয়ন, মুস্তাসির মেহেদী প্রমুখ। 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সুুধীজন মোফাজ্জল হোসেন মিঠু, সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত নারী আসনের বার বার নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর খোদেজা মান্নান, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোছাঃ সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন,  সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান ও সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাহ আলম।  এসময়ে অনুষ্ঠানে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারী, সিরাজগঞ্জ পৌরসভার পৌর কউন্সিল ,  কর্মকর্তা -কর্মচারী নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষক,  সিরাজগঞ্জ সচেতন নাগরিক,  পৌর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, সুধীজন, গুনীজনরা,সাংবাদিক,  সিরাজগঞ্জ বাসীর এক অংশ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন,  সিরাজগঞ্জ পুকুর, খাল  আর নদী গুলোকে পুনরুদ্ধার করতে হবে। ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। বিশেষ করে শহরের কাটাখালি নিয়ে আর বাণিজ্য করে দূর্নীতি করতে দেয়া হবে না। বিশেষ করে শহরের পদ্ম  পুকুর ও  কাটাখালিতে ময়লা আবর্জনা   ফেলবেন না।  রোভার স্কাউটস , যুব রেডক্রিসেন্ট সহ দক্ষ তরুণের অংশ গ্রহনে   পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে আশাকরি। প্রশাসনের ও রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে এবং তরুণদের সহযোগিতায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শহরের বিভিন্ন অলি গলিতে দীর্ঘ দিনের জমাকৃত ময়লা আবর্জনার স্তুপ ও পুকুর ও কাটাখালি নদীর পানিতে ময়লা আবর্জনা,  ভাসমান কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০