
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
গণহত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে গণ, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজারের স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে গণধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময়ে গণ অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মমিন ফয়সাল, সদস্য সচিব ইউসুফ আলী, যুগ্ন-সদস্য সচিব জিএম খান জয়, রাহিম রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।