
আরিফুল ইসলাম সুমন, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে আশা সিমেন্টের আয়োজনে প্রিয়জন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেটের কনফারেন্স হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা সিমেন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার সজীবুল আলম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- নর্থ বেঙ্গল এর প্রধান তারা পদ রায় স্বপন, সিরাজগঞ্জ জেলার এক্সক্লুসিভ ডিলার স্বদেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক আহমেদ, বগুড়া এরিয়া ম্যানেজার রাসেল সুমন ও সিরাজগঞ্জর মার্কেটিং অফিসার মোহাম্মদ আবু সঈদ সহ প্রায় দুই শতাধিক রিটেইলার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তবে বলেন, আশা সিমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ ভি আর এম মেশিনে উৎপাদিত হয়। আশা সিমেন্ট বাংলাদেশে প্রথম ট্রিপল টেস্ট ও ৮০ থেকে ৯৪ শতাংশ ক্লিঙ্কার রয়েছে। ভালো কাজের নির্মাণের জন্য শক্তিশালী ও দীর্ঘস্থায়ী নির্মাণের জন্য সবাই চায় একটি ভালো সিমেন্টের নিশ্চয়তা। বিশ্বের বিভিন্ন দেশে সিমেন্টের গুণগত মান যাচাইয়ে ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়। আশা সিমেন্ট-ই প্রথম বাংলাদেশী সিমেন্ট ব্র্যান্ড, যা আমেরিকান, ইউরোপীয়ান ও জাপানিজ স্ট্যান্ডার্ডে কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করে আন্তর্জাতিক মানের সিমেন্ট তৈরি করেছে। নিজেদের ল্যাবের পাশাপাশি বুয়েট ও বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ল্যাবে নিয়মিত টেস্ট করে আশা সিমেন্ট এর শক্তিমত্তা ও গুণগত মান নিশ্চিত করা হয়। দৃঢ় ও দীর্ঘস্থায়ী স্থাপনার জন্য তাই আস্থা রাখুন ট্রিপল টেস্টেড কোয়ালিটি সম্পন্ন আশা সিমেন্ট এছাড়াও নতুন বছরে আশা আরো নতুন কিছু উপহার নিয়ে রিটেইলর মিট প্রোগ্রাম করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মধ্যাহ্ন ভোজ শেষে সকল বিক্রেতাদের মাঝে র্যাফেল ড্র এবং পুরস্কারের পাশাপাশি প্রত্যেককে সৌজন্য পুরস্কার বিতরণ করা হয়।