
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ছোনগাছা ইউনিয়নের রেওয়াজ গার্ডেন গুপীপাড়া বাজার পশ্চিম পাশে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশটি ৬নং ছোনগাছা ইউনিয়ন কৃষক সমাবেশ আয়োজক কমিটির আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি মো. নাজমুল হাসান-রানা, মো. মুকুল হোসেন, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়া হোসেন সবুজ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, হযরত আলী,ছোনগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ফজল হকসহ প্রমুখ।
অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক তোফাজুল হোসেন ভূইয়া সঞ্চালনায়, কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।