রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শরীফুল ইসলাম
সলঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
রায়গঞ্জে সাংবাদিকের উপরে হামলা,এক মাসেও গ্রেফতার হয়নি কেউ 
রায়গঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন
নওগাঁয় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় দু’জন আটক
সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ১টি স্পেশালাইজড ১০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাইদুর রহমান বাচ্চুর
তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
কাঁদলেন ও কাঁদালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রঞ্জন,অভিযোগ প্রমাণের দাবি

গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ হোসেন আলী ছোট্রঃ :সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরী আরবান উচ্চ বিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পৌর শহরের গৌরী আরবান উচ্চ বিদ্যালয় ও গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত,গীতা পাঠ,জাতীয়
সঙ্গীত,জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড্ডয়ন মধ্যে দিয়ে ও শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৯ টি ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি অএ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি
ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাবা- মায়ের, শিক্ষকদের কথা শুনতে হবে। তিনি আরো বলেন আমাদের ইতিহাস সাক্ষী দেয় যে আমরা জানি যে, মাহাত্বো গান্ধীর রাজনৈতিক শিক্ষা গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোপলে তিনি একটি কথা বলেছেন বাঙালিরা আজকে যা ভাবে ইন্ডিয়া তা কালকে ভাবে তাদের ভাবনা এবং চিন্তা এত বেশি সৃজনশীল যে, তারা একটি আজকে স্বীকার করতে সন্দেহ নেই। আমাদের শিক্ষা ক্ষেএে নারীরা সব চাইতে এগিয়ে চলেছে। আমি শুধু শিক্ষার্থীদের বলতে চাই আমাদের যে, কারিকুলাম এক্টািটিভিটিজ হিসেবে আজকে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যাকটি গুরুত্ব রয়েছে। প্রত্যাকটি ক্ষেএে মানুষকে দরকার রয়েছে, একটি জিনিস কে অমান্য করি তাহলেএ সমাজকে ভাস্যমানহীন। প্রতিটি স্কুলে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনে ঐক্যবদ্ধ করবে এবং তাঁদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আফছার আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, প্রমুখ।
এ সময়ে উপস্থিত ছিলেন,গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম,
গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফিয়া আফরোজা,গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডাঃ কার্তিক চন্দ্র বর্মন
শরীর চর্চা শিক্ষক শিল্পী ঘোষ,সহকারী শিক্ষক মোছাঃ কামরুন্নাহার,নূরীয়া খাতুন, নিখিল কুমার,আল আমিন,তাহমিনা আলীমা রোকনী,মনিরা পারভীন,এস এম আসাদুজ্জামান,আয়শা খাতুন, ক্রীড়া শিক্ষক মোঃ রবিউল ইসলাম লেবু,সহ যুব রেডক্রিসেন্ট গার্লস গাইড দলের সকল সদস্য / সদেস্যা ও শিক্ষক -শিক্ষিকা,কর্মচারীবৃন্দ,অভিভাবক, সুধীজন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০