
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সারুটিয়া আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফছার আলী ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অবঃ) ন্যাশনাল ব্যাংক পিএলসি ও সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল পরিক্পারমা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য নোমান ইবনে নাসির, মোঃ আলমাস মুসল্লী, মোঃ শাহ জামাল মন্ডল, সহকারী শিক্ষক মীনা পারভীন, বিশ্বজিৎ সরকার,লাভলী ইয়াসমিন, অসীম কুমার দাস, মোছাঃ মরিয়ম আক্তার, সায়দাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরকার মোঃ পারভেজসহ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ২০০/১০০ মিনিটার দৌড় প্রতিযোগিত, ব্যাডমিন্টন, উচ্চ লম্ফ, স্মৃতি পরীক্ষা, রশি খেলা, মিউজিক চেয়ার ইত্যাদি।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে ছাত্রছাত্রীদের মাঝে “মায়ের স্মৃতি ছাত্রী বৃত্তি” “মনোয়ারা-সোবাহান গনি স্মৃতি বৃত্তি” “আলহাজ্ব আব্দুল হালিম মোল্লা বৃত্তি” প্রদান করা হয়।