
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতিবন্ধীতা ও একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ শুরু করা হয় ।অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট এডিডি ইন্টারন্যাশনাল আয়োজনে, এফসিডি / ইউকে এইড এর সহযোগিতায়,
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে, দুই দিনব্যাপি উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষক ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ এবং মোছাঃ দিলরুবা।
দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব রয়েছেন , এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন।
উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষক অংশগ্রহণ করছেন ।