
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একজন মানবিক রাজনৈতিক নেতা। তিনি শহরের দুই মহল্লার বিবদমান দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে মাঝখানে দাঁড়িয়ে উভয়ই পক্ষকে সংঘর্ষ থেকে নিবৃত্ত রাখতে আপ্রাণ চেষ্টা করেন।
এ সময় সংঘর্ষকারীদের নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে তিনি গুরুতরভাবে আহত হলে দ্রুত তাকে নিকটস্থ মেডিনোভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরাতন পোস্ট অফিস সংলগ্ন তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
সাইদুর রহমান বাচ্চুর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষেরা তাকে দেখতে তার বাড়িতে ভীড় জমায় এবং সবাই তার সুস্থতার জন্য দোয়া করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা মোঃ সাইদুর রহমান বাচ্চুর সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের দরবারে কায়মনোবাক্যে দোয়া করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
উল্লেখ্য- বুধবার বিকেলে থানা রোড এলাকার একটি বসতবাড়ী নির্মানকে কেন্দ্র করে থানা রোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে দ্বন্ধ ও মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মহল্লার দু’গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে র্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।