
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি এলাকায় গরু বাহী নসিমন ও ট্যাংকলরি সংঘর্ষে মো. ইউসুফ নামের নসিমন চালক নিহত হয়েছে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মো. ইউসুফ আলী
উল্লাপাড়ার রাজমান গ্রামের মো.রাজার ছেলে।
তথ্যটি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন, শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় গরু বাহী নসিমন ও ক্যাংকলরি সাথে মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক নিহত হয়েছে এ ঘটনায় বেলা ৩টার দিকে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনিগত ব্যবস্থা নিয়েছেন।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিসের টিম লিডার রোকনুজ্জামান বলেন, বেলা ৩ টার দিকে নসিমন চালক মো. ইউসুফ গরু নিয়ে তালগাছি হাটে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন এসময় বগুড়াগামী একটি ক্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।