
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম শত মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করায় কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ সহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ইসলামিয়া কলেজে মাঠে অনুষ্ঠিত উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম সহ একাদশ শ্রেণির অপর ২ জন শিক্ষার্থী দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।
এ সময়ে কলেজের প্রফেসর অধ্যক্ষ ড. এস. আই.এম. এ রাজ্জাক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান সহ কলেজের বিভাগের বিভাগীয় প্রধান সহ সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক , প্রভাষক, কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষা্থীরা উপস্থিত ছিলেন।